‘সব জায়গাতেই দিদির ছোঁয়া’, দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে কেন এমন বললেন রচনা
'Didi's touch everywhere': Rachna on Dilip Ghosh's wedding

Truth of Bengal: একদিকে স্বাস্থ্য শিবিরে ব্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নতুন দাম্পত্য জীবনের সূচনায় দিলীপ ঘোষ। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে শুভেচ্ছাবার্তার ঢল। অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা নিজের কাজের মাঝে থেকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য বিবাহিত বিজেপি নেতা দিলীপ ঘোষকে।
রচনা বলেন, “আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন, ভালো থাকুন।” একই সঙ্গে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। রচনা জানান, “ইকো পার্ক দিদি তৈরি করেছেন, তাই আজ সবাই সেখানে গিয়ে বসতে পারছে, আনন্দ করতে পারছে, প্রেমও শুরু হচ্ছে। সব জায়গাতেই দিদির ছোঁয়া আছে।”
‘সব জায়গাতেই দিদির ছোঁয়া’, দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে কেন এমন বললেন রচনা pic.twitter.com/oXyTDtS9NJ
— TOB DIGITAL (@DigitalTob) April 19, 2025
এদিন ধনিয়াখালিতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন রচনা। শুধু চক্ষু পরীক্ষা নয়, ছানি অপারেশন থেকে শুরু করে ভবিষ্যতে কৃত্রিম হাত দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। বলেন, “আমার সংসদীয় এলাকার সাতটি বিধানসভায় যাঁদের হাত নেই, তাঁদের কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করব।”
অন্যদিকে, দিলীপ ঘোষের বিয়ে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নানা গুঞ্জন। শুক্রবার সন্ধ্যায় তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন রিঙ্কু মজুমদারের সঙ্গে। আর জন্মদিনের দিনই তিনি যথারীতি প্রাতঃভ্রমণে যান ইকো পার্কে। উপস্থিত ছিলেন অনুগামী, কেক, পায়েস—সবই ছিল, শুধু ছিলেন না ‘রিঙ্কু বৌদি’।
এই প্রসঙ্গে দিলীপ হেসে বলেন, “উনি মর্নিং ওয়াক করেন না। কেউ কেউ বলছে প্রেম নাকি ইকো পার্কে হাঁটতে গিয়ে হয়েছে—তারা সারাজীবন হাঁটলেও প্রেম হবে না, বিয়েও হবে না।”
একদিকে রচনার মানবিক উদ্যোগ, অন্যদিকে দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়—রাজনৈতিক অঙ্গনে এ যেন এক অন্যরকম আনন্দের ছবি।