টাক পড়ার পর এবার নখ নষ্ট! মহারাষ্ট্রের বুলঢাণায় নতুন আতঙ্ক
After baldness, now his nails are damaged! New panic in Buldhana, Maharashtra

Truth Of Bengal: মহারাষ্ট্রের বুলঢাণা জেলায় ফের রহস্যজনক ঘটনা ঘটছে। মাস কয়েক আগে হঠাৎ করে বাচ্চা থেকে বৃদ্ধ – অনেকের চুল পড়ে গিয়ে টাক হয়ে যাচ্ছিল। তখন সেই ঘটনা ঘিরে বেশ আতঙ্ক ছড়িয়েছিল। এবার সেই আতঙ্ক কাটতে না কাটতেই আবার নতুন এক সমস্যা দেখা দিয়েছে।
এইবার বেশ কয়েকটি গ্রামে অনেকের নখ নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও নখে পচন ধরছে, কোথাও নখ নিজে থেকেই খুলে পড়ে যাচ্ছে। চারটি গ্রাম থেকে এখনও পর্যন্ত ২৯ জন এই সমস্যায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
গ্রামবাসীরা বলছেন, শিশু থেকে শুরু করে বয়স্ক – সকলেরই নখে সমস্যা দেখা দিচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই জেলা স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে। জেলা স্বাস্থ্য আধিকারিক অনিল বাঙ্কার জানান, চারটি গ্রামে ২৯ জনের নখ নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অনেকের নখ নিজে থেকেই পড়ে যাচ্ছে। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শেগাঁও পঞ্চায়েত প্রধান রাম ঠারকার জানান, গত দু’দিন ধরে এই ঘটনা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। কেউ বলছেন নখ ভেঙে যাচ্ছে, কেউ বলছেন নখ পড়ে যাচ্ছে। স্বাস্থ্য দফতর আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করেছে। তারা জানায়, এখনও নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না কী কারণে এই সমস্যা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শরীরে অতিরিক্ত পরিমাণে ‘সেলেনিয়াম’ নামক এক ধরনের রাসায়নিক থাকার জন্য এই ঘটনা ঘটতে পারে।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে বুলঢাণার ১৮টি গ্রামের ২৭৯ জনের চুল পড়ে টাক হয়ে গিয়েছিল। তখনও শরীরে বেশি মাত্রায় সেলেনিয়াম থাকার বিষয়টি সামনে এসেছিল। জানা গেছে, বুলঢাণার মাটিতে সেলেনিয়ামের পরিমাণ বেশি। সেই মাটিতে চাষ হওয়া ফসল খাওয়ার মাধ্যমে এই রাসায়নিক মানুষের শরীরে ঢুকছে। নখ নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রেও কি সেই একই কারণ? এখন সেটাই খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।