কলকাতা

আদালতের নির্দেশের পরেই তৎপর স্কুল সার্ভিস কমিশন, কিন্তু কেন?

The School Service Commission acted immediately after the court order, but why?

জয় চক্রবর্তী: সুপ্রিম কোর্টের রায়ের পরেই তৎপর হয়েছে স্কুল সার্ভিস কমিশন। খুব দ্রুত পরীক্ষা বিধি তৈরির জন্য তৎপর কমিশন। এবার থেকে ও এম আর সিটের কার্বন কপি দেয়া হবে পরীক্ষার্থীদের। ‌সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের।

এপ্রিল মাসের মধ্যেই নিয়োগবিধি প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধি প্রস্তুত করেই স্কুল শিক্ষা দপ্তরকে পাঠাতে হবে। ডিসেম্বর মাস পর্যন্ত সময়সীমা আদালতের। বিষয়টিকে সামনে রেখে তৎপর হলো কমিশন। ‌

Related Articles