অফবিট

মানুষকে আরও গরিব বানাচ্ছে বিশ্ব উষ্ণায়ন! চাঞ্চল্যকর তথ্য সমীক্ষার রিপোর্টে

Global warming is making people poorer! Sensational data in survey report

Truth Of Bengal: গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন মানুষকে আরও গরিব করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের করা গবেষণায় দেখা গেছে গড়ে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪ ডিগ্রি বাড়লেই ২১০০ সালের মধ্যে বিশ্বের মোট গড় উৎপাদনের হার বা জিডিপির হার কমে যাবে ৪০%। আগের পূর্বাভাসে ধরা হয়েছিল জিডিপির হার কমতে পারে ১১%।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ক্লাইমেট রিস্ক অ্যান্ড রেসপন্স এর একদল বিজ্ঞানী গবেষণা চালান। এনভায়রনমেন্টাল রিসার্চ নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।

প্রধান গবেষক টিমোথি নীল জানান, প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে যদি দ্রুত ডিকার্বনিজেশন প্রক্রিয়া চালু করা যায় তাহলেও গোটা বিশ্বে গড়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি বাড়লেই মানুষপিছু বিশ্বে জিডিপির হার কমবে ১৬%। বিশ্বে গড় তাপমাত্রা বাড়লে অর্থনীতি ধাক্কা খাবে। কারণ, এর সঙ্গে জড়িত গোটা বিশ্বের বাণিজ্য।

এদিকে, পিএনএএস জার্নালে প্রকাশিত ওট্টাওয়া বিশ্ববিদ্যালয়ের হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল ফিজিওলজি রিসার্চ ইউনিটের গবেষকদের করা গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় তাপপ্রবাহ পরিস্থিতিতে অত্যাধিক গরমের মধ্যে থাকলে মানুষের গরম সহ্য করার লিমিট পেরিয়ে যায়। তখন আর শরীর নিজে থেকে ঠান্ডা হতে পারে না। অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বাড়ে। সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

Related Articles