
Truth Of Bengal: সময়টা বেশ ভালই যাচ্ছে বলিউড সুপারস্টার সানি দেওলের। বক্স অফিসে তাঁর ছবি মানেই হিট। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘জাট’। মুক্তির পর থেকে বক্স অফিসে জমিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি। ‘জাট’র এই সাফল্যের মধ্যেই এই ছবির সিক্যুয়েলের ঘোষণা করলেন সানি দেওল। বৃহস্পতিবার সানি তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সিক্যুয়েলের পোস্টার প্রকাশ করে ‘জাট ২’-র ঘোষণা করেন এবং ক্যাপশনে লেখেন,‘জাট এবার নতুন মিশনে।’ যদিও ছবি কবে মুক্তি পাবে সেটা জানা যায়নি। ‘জাট’ ছবির মুক্তির সাত দিনে সিক্যুয়েলের ঘোষণা করলেন সানি দেওল।
জানা গিয়েছে, ‘জাট ২’ এর পরিচালকের আসনে থাকছেন গোপীচাঁদ মালিনেনি। ছবির প্রথম ভাগেও গোপীচাঁদ মালিনেনিই ছিলেন পরিচালকে। পাশাপাশি প্রযোজনা সংস্থারও হেরফের হয়নি। ‘জাট ২’ তে মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। খলনায়কের ভূমিকায় রণদীপ হুডাই থাকছেন কিনা, নির্মাতাদের তরফে সেটা জানানো হয়নি। সানি দেওল অভিনীত ‘জাট’ মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। আর মুক্তির ৭ দিনে ছবির বিশ্বব্যাপি আয় ৭১.২৫ কোটি। দেশে ‘জাট’ আয় করেছে ৬৩.১৫ কোটি টাকা। যত সময় যাবে ততই যে ছবি এই আয় আরও কয়েক গুণ ফুলেফেঁপে উঠবে তা বলাই যায়। উল্লেখ্য, ২০২৩ সালের মুক্তি পেয়েছে
‘গদর ২’। এই ছবি কার্যত বক্স অফিসে ঝড় তুলেছিল। ৬৯০ কোটি টাকার ব্যবসা করেছিল সানির এই ছবি। সেই জয়ের ধরা অব্যাহত রাখতেই মুক্তি পেয়েছে ‘জাট’। যা বক্স অফিসে হিট। এবার আছে ‘জাট ২’। স্বাভাবিক ভাবেই ছবি নিয়ে প্রত্যাশা বাড়ছে অনুরাগীদের মধ্যে।