কলকাতারাজ্যের খবর

নিম্নচাপের জেরে বাংলা জুড়ে ঝড়-বৃষ্টি পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

Storms and rains forecast across Bengal due to low pressure, says Meteorological Office

Truth Of Bengal: বৈশাখের শুরুতে নেই তাপপ্রবাহের সম্ভাবনা। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়- বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস । তাই আপাতত এখুনি দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এরফলে বৃহস্পতিবার ও শুক্রবার বেশিরভাগ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে।

এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে আগামী সপ্তাহ থেকে বদল হবে আবহাওয়ার। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। অন্যদিকে উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। সেইসঙ্গে দার্জিলিং, মালদা সহ বিভিন্ন জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Related Articles