রাজ্যের খবর

ধূপগুড়ির বাসে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত

Minor girl allegedly molested on Dhupguri bus, accused nabbed by police

Truth Of Bengal: জলপাইগুড়ির ধূপগুড়িতে চলন্ত বাসে এক নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। অভিযুক্ত এক ব্যক্তিকে জনতা ধরে মারধর করার পর পুলিশ এসে তাঁকে আটক করে।

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, নাবালিকা মেয়েটি এদিন ময়নাগুড়ি থেকে বাসে ধূপগুড়ির দিকে আসছিল। সেই সময় বাসেই এক ব্যক্তি তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ।

ধূপগুড়ি টার্মিনাসে বাস থামলে সাহসী মেয়েটি চুপচাপ লোকটির পিছু নেয়। অভিযুক্ত টার্মিনাসের বাথরুমে লুকিয়ে পড়ে। সেখান থেকে বের হতেই স্থানীয় বাসিন্দারা ও উপস্থিত জনতা তাঁকে ঘিরে ফেলে এবং উত্তেজনার মধ্যে মারধর করে।

খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

এই ঘটনায় এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে, তার জন্য দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে। নাবালিকার সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করছে অনেকেই।

 

Related Articles