খেলা

২০২৮ অলিম্পিক গেমসের ক্রিকেট ম্যাচের ভেন্যুর নাম ঘোষণা

Venues for cricket matches at the 2028 Olympic Games announced

Truth Of Bengal: ২০২৮ সালে অলিম্পক গেমসের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে। সেই অলিম্পক গেমসে দীর্ঘ  ১২৮ বছর পর আবার অনুষ্ঠিত হবে ক্রিকেট ম্যাচ। বুধবার অলিম্পিক কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হল ওই অলিম্পিক গেমসের আসরে ক্রিকেট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার পোনোমা ফেয়ারগ্রাউন্ডে।

২০২৮ সালের অলিম্পিক কমিটি ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তাঁদের স্বাগত জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই সম্বন্ধে এক বিবৃতিতে জানান, ‘দীর্ঘ ১২৮ বছর পর আবার ক্রিকেট ফিরতে চলেছে অলিম্পিকের আসরে। ফলে ক্রিকেটপ্রেমীরা দারুণ আনন্দিত। এবং যেভাবে অলিম্পিক কমিটির সদস্যরা ক্রিকেট বিষয়ে উৎসাহ দেখিয়ে ক্রিকেট ম্যাচের ভেন্যুর নাম ঘোষণা করলেন তার জন্য তাঁদের সাধুবাদ জানাই।’

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে মুম্বইয়ে অনুষ্ঠিত আইওসি-র বৈঠকেই লস অ্যাঞ্জেলস অলিম্পকে ক্রিকেটকে যুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছিল। তবে শুধু ক্রিকেটই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছিল বেসবল, বাস্কেটবল ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশ।

২০২৮ অলিম্পিক গেমসে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ছটি দেশ অংশগ্রহণ করবে। যা অনুষ্ঠিত হবে জুলাই মাসের ১৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত।

Related Articles