অফবিট

লাইক-ভিউয়ের নেশায় হারাচ্ছে প্রাণ! রিলস বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল তরুণী

Like-view addiction is losing life! Girl drowns in Ganga while making reels

Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য দিন দিন বেড়ে যাচ্ছে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা। মানুষ আজকাল কিছু সেকেন্ডের রিল ভিডিওর জন্য নিজের জীবনকে বাজি রাখতেও দ্বিধা করছে না। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে, যেখানে রিল বানাতে গিয়ে গঙ্গায় ডুবে গেলেন এক মহিলা ইনফ্লুয়েন্সার।

ঘটনাটি ঘটে মনিকর্ণিকা ঘাটে। ভিডিওতে দেখা যায়, ওই মহিলা ধীরে ধীরে গঙ্গার ভিতরে প্রবেশ করেন রিল বানানোর জন্য। কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে যান এবং গঙ্গার প্রবল স্রোতে ভেসে যান। ঘটনাটি মোবাইল ক্যামেরায় রেকর্ড হয় এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত ওই মহিলা ইনফ্লুয়েন্সারের দেহ উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এই ঘটনা নতুন নয়। গত বছর জুলাই মাসে মুম্বাইয়ের ইনফ্লুয়েন্সার আনভি কামদারও প্রাণ হারান একই কারণে। রায়গড়ের কুমভে জলপ্রপাতে রিল ভিডিও করতে গিয়ে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। দীর্ঘ ছয় ঘণ্টা পর উদ্ধার হলেও, হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

আনভি ছিলেন জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার, যিনি ইনস্টাগ্রামে ভ্রমণের ভিডিও করে বহু অনুসারী জোগাড় করেছিলেন। কিন্তু একটি রিলই শেষ করে দিল তার জীবন।

এইসব ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সোশ্যাল মিডিয়ার মায়া কতটা বিপজ্জনক হতে পারে। জনপ্রিয়তা বা কিছু সেকেন্ডের ভিডিওর জন্য জীবন ঝুঁকিতে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। সতর্ক হওয়ার সময় এখনই। প্রযুক্তি ব্যবহার হোক আনন্দের জন্য, বিপদের জন্য নয়।

Related Articles