খেলা

বারপুজোয় এসে নাইটদের পিচ নিয়ে অভিযোগ এড়ালেন সৌরভ

Sourav Ganguly avoids complaints about Knights' pitch

Truth of Bengal: মঙ্গলবার ১ বৈশাখ উপলক্ষ্যে বারপুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হল এরিয়ান্স ক্লাবে। সেই অনুষ্ঠানেই যোগ দিতে উপস্থিত হয়েছিলেন ক্লাবের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বারপুজোর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানান, ‘এরিয়ান্স ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। আমি সভাপতি নামেই মাত্র। ক্লাবের সমস্ত কিছুই হচ্ছেন সমর দা। সমর দা ছাড়া এরিয়ান্স ক্লাব চলতে পারে না। আমি সমরদার পাশে এবং থাকব, এটাই যথেষ্ট।’

এরপরই চলতি মরসুমে আইপিএল-এ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন প্রাক্তন জাতীয় অধিয়নাক। সৌরভ জানান, ‘সোমবার ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে লখনউ যে রান করেছে সেটা আহামরি কিছু নয়। ফলে ম্যাচে চেন্নাইয়ের না জেতার কোনও কারণ ছিল না।’ পাশাপাশি ধোনি ও শিভম দুবের প্রশংসাও শোনা গেল সৌরভের গলায়। সৌরভ জানান, ‘লখনউ-র বিরুদ্ধে ধোনি শুধু একা নন, শিভম-ও ভাল খেলেছেন।

কিন্তু চেন্নাই দলে ধোনির অধিনায়ক হিসাবে ফিরে আসাটা কতটা প্রাসঙ্গিক জানতে চাইলে হাসতেই হাসতেই তাঁর জবাব দেন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, ‘ধোনি দারুণ অধিনায়ক।’ নাইট রাইডার্স এবারের আইপিএল-এ পিচ নিয়ে বার বার প্রশ্ন তুললেও সেটা কতটা প্রাসঙ্গিক জানতে চাইলে সেই প্রশ্নের কোনও উত্তর দেননি মহারাজ।

সবেশেষে আইএসএল-এ মোহনবাগানের দূরন্ত পারফরম্যান্স যে তাঁকে মুগ্ধ করেছে, তা জানাতে ভুললেন না প্রিন্স অফ ক্যালকাটা। সৌরভ জানান, ‘আমাদের মোহনবাগান অসাধারণ দল। দারুণ পারফরম্যান্স করেছে। আইএসএল-এ আমরা সেই ২০১৪ সাল থেকে ট্রফি জয় করছি।‘

Related Articles