রাজ্যের খবর

বিভিন্ন দাবিতে বাগানের গেটে মিটিং শ্রমিকদের বাগানের

Garden gate meeting of workers on various demands

Truth of Bengal: বিভিন্ন দাবিতে মঙ্গলবার ডিমডিমা চা বাগানের গেটে মিটিংয়ে সামিল হল বাগানের শ্রমিকরা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত ডিমডিমা চা বাগানে মঙ্গলবার গেট মিটিং হয়। শ্রমিকরা জানান চা বাগানের মালিকপক্ষ দীর্ঘদিন ধরেই শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছেন না, পি এফ এর টাকা জমা করছেনা, এমনকি ছুটির পয়সাও দিচ্ছেন না শ্রমিকদের।  এইসব বঞ্চনার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে নামতে চলছে শ্রমিকরা।

জানা গিয়েছে, আগামী মে মাসে থানায় লিখিত অভিযোগ (এফআইআর) দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে মেরিকো কোম্পানির অধীন বেশ কয়েকটি চা বাগানে শ্রমিকদের সঙ্গে চূড়ান্ত বঞ্চনা ও অবিচার চলছে বলে অভিযোগ। ওই বাগানগুলিতে নিয়মিত বেতন, ছুটি পয়সা কিংবা অন্য সুযোগ-সুবিধা শ্রমিকদের দেওয়া হয় না, যার ফলে চরম দুর্ভোগে  পড়ছেন তারা।

শুধু মেরিকো নয়, আরও বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, যারা একইভাবে শ্রমিকদের উপর নানা ধরনের অন্যায় চালিয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মে মাসে প্রতিটি চা বাগান থেকে সংশ্লিষ্ট এলাকার থানায় অভিযোগ দায়েরের কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ চা মজুর সমিতি।

সমিতির নেতা ক্রিশ্চান খারিয়া জানান, যদি প্রশাসন ও রাজ্য সরকার এবারে বিষয়টিতে কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Related Articles