রাজ্যের খবর
নববর্ষে শ্মশানকালী মন্দিরে উপচে পরা ভিড় এলাকাবাসীর
Crowds of locals throng the crematorium Kali temple on New Year's Eve

Truth Of Bengal: আজ নববর্ষ। আজকের এই দিনে সকাল থেকেই কাকদ্বীপের শ্মশানকালী মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা। এদিন কয়েক হাজার ভক্তের সমাগমে উপচে পড়ছে মন্দির চত্তর।
এদিন দোকানের নতুন খাতার পুজো দিলেন এলাকার সকল মানুষেরা। সাথে এদিন ওই এলাকায় নিরাপত্তার জন্য সকাল থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুজো দেওয়ার জন্য এদিন ওই চত্তরে দীর্ঘ লাইন পড়ে যায়। তাই ভিড় সামলাতে নিয়ম মেনে সবাই লাইন দিয়ে পুজো দিতে বলে হয়। যাতে পুজো দিতে এসে কাউকে কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয়। এই নিয়ে মন্দির কর্তৃপক্ষ জানান, এদিন সারাদিনই মন্দির খোলা থাকবে। তাই পুজো দেওয়ার বিষয় নিয়ে কাউকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।