সাম্প্রদায়িক হানাহানি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি: রাজীব
BJP is trying to gain political advantage by inciting communal violence: Rajiv

Truth Of Bengal: সাম্প্রদায়িক হানাহানি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি, হাওড়ায় মন্তব্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। তিনি আরও বলেন, মুর্শিদাবাদের ঘটনা বিজেপি ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তার ফায়দা তুলতে চেষ্টা করছে। কিন্তু এতে কোনও লাভ হবেনা। আসন সংখ্যা আরও কমবে বিজেপির। হাওড়ায় এক অনুষ্ঠানে এসে বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি।
রাজীব ব্যানার্জি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ওরা। বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। সাম্প্রদায়িক বিভাজন ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। রাজ্যের সব মানুষের কাছে আবেদন যাতে বিজেপির পাতা ফাঁদে কেউ যেন পা না দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ব্যানার্জি বলেন, বিজেপি বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে সাম্প্রদায়িক হানাহানি ঘটিয়ে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। রামনবমীকে কেন্দ্র করে তারা এতো হুঙ্কার দিয়েছিল যে তারা ভেবেছিল রামনবমী থেকে একটা ধর্মীয় বিভাজন তৈরি হবে। তারা একটা সাম্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছিল। যখন দেখল রামনবমী শান্তিপুর্ণভাবে হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরকে আলিঙ্গন করেছে যেটা বাঙ্গালির ঐতিহ্য এবং কৃষ্টি, তাতেই বিজেপির টনক নড়ে গিয়েছে। তখনই তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে না পেরে, রাজনৈতিকভাবে না পেরে, ধর্মকে সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে মুর্শিদাবাদে ওই কান্ড ঘটিয়েছে।
বিজেপি রাজ্যে দাঙ্গা বাঁধানোর ইউনিট হিসেবে কাজ করছে। তারা চাইছে ধর্মীয় বিভাজন করে সেখান থেকে আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা লুটতে। তাই মানুষকে সাবধান হতে হবে। যদি কেউ দেখে বিজেপি ও আরএসএস পরিকল্পিতভাবে বিভাজনের চেষ্টা করছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাহলে মানুষ যেন ওদের প্ররোচনায় পা না দেন। ওদের বয়কট করুক, এড়িয়ে চলুক। এরখম খবর পেলে প্রশাসনকে জানাক। বাংলার রক্ষকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সামসেরগঞ্জে, ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে বিজেপি ইচ্ছাকরে পরিকল্পিতভাবে এই কাজ করেছে।
এতে তাদের সুবিধা হয়। আমি মনে করি আইএসএফ বিজেপির একটা শাখা সংগঠনের নাম। প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। ডিজি বলে দিয়েছেন কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকলে কড়া হাতে দমন করা হবে। কাউকে রেয়াত করা হবে না। বাংলা শান্তির অহিংসার জায়গা ছিল। সেটাই রাখতে হবে। ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটা দাঙ্গাকারী দল হিসেবে আগামী দিনে দাঙ্গা বাঁধিয়ে আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।
বর্তমানে ওদের আসন সংখ্যা ৩০ হবে কিনা সন্দেহ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁরা শক্তি সঞ্চয় করার জন্য পরিকল্পতভাবে এই দাঙ্গা বাঁধাচ্ছে। প্রসঙ্গত, এদিন হাওড়ার শিবপুর বিধানসভা এলাকার দাসনগরের হাওড়া-আমতা রোড উৎসব ভবনে একটি জিম সেন্টারের ( বডিক্র্যাফট ফিটনেস ) শুভ উদ্বোধন করেন রাজীব ব্যানার্জি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু, প্রাক্তন পৌরপিতা ত্রিলোকেশ মন্ডল সহ অন্যান্যরা। এদিন জিমের উদ্বোধনের পাশাপাশি মোহনবাগানের ইলেকশনের প্রচার হয়।