খেলা

আগামী মরসুমে দলে নিতে অভিষেক সিংয়ের দিকে হাত বাড়াল ইস্টবেঙ্গল

East Bengal extends its hand to Abhishek Singh for the upcoming season

Truth Of Bengal: গত মরসুমে ডিফেন্সের সমস্যায় দারুণভাবে ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। জেতা ম্যাচেও রক্ষণের মারাত্মক ভুলে জয় হাতছাড়া হয়েছে অস্কারের দলের। বিশেষত দুই সাইডব্যাকের ভঙ্গুর অবস্থা প্রতিটি ম্যাচেই ডুবিয়েছে ইস্টবেঙ্গলকে এ আর বলার অপেক্ষা রাখে না। কাজেই আগামী মরসুমে যাতে রক্ষণের এই সমস্যায় ভুগতে না হয় দলকে, তারজন্য এখন থেকে নতুন ফুটবলার নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

সূত্রের খবর, লাল-হলুদ কর্তাদের তালিকায় প্রথমেই রয়েছেন পঞ্জাব এফসির তরুণ ডিফেন্ডার অভিষেক সিং। এমনকী তাঁর সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে কর্তাদের। তবে চূড়ান্ত কিছু হয়নি। যদি অভিষেক লাল-হলুদ শিবিরে যোগ দেন, তাহলে অস্কারের দলের রক্ষণভাগের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।

এদিকে রবিবার প্রস্তুতি ম্যাচ চলাকালীন ক্লেটন সিলভার মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের কাছে অফিসিয়ালি এখনও কিছু আসেনি। এই ব্যাপারে কোচের রিপোর্ট পাওয়ার পরই যাঁরা দায়িত্ব আছেন তাঁরা যে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন।’

এদিকে সদ্য আইএসএল-র ডবল খেতাব জয় করা মোহনবাগানও পিছিয়ে নেই। মোলিনার দলের লক্ষ্য রয়েছে বেঙ্গালুরুর তরুণ ডিফেন্ডার নাওরেম রোশন সিংয়ের দিকে। বিশেষ সূত্রের খবর, রোশনের সঙ্গে বাগানের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন দেখা যাক রোশন মোহনবাগানের জার্সি গায়ে তোলেন কি না তা সময়ই বলবে।

Related Articles