দিনে দুপুরে ফিল্মি কায়দায় খুনের চেষ্টা যুবককে, চাঞ্চল্য এলাকাজুড়ে
Attempted murder of young man in broad daylight, sensational in the area

Truth Of Bengal: দিনে দুপুরে নদিয়ার শান্তিপুরে চাঞ্চল্যকর ঘটনা। ফিল্মি কায়দায় ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে তাড়া করে প্রাণঘাতী আক্রমণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে, শান্তিপুর থানার অন্তর্গত বাথনা এলাকায়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ব্যক্তি বিষ্ণু বিশ্বাসকে উদ্ধার করে শান্তিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
সোমবার দুপুরে বাথনা ব্রিজের কাছে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বিষ্ণু বিশ্বাসকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা এক দুষ্কৃতী ধারালো অস্ত্র হাতে বিষ্ণুকে তাড়া করে এবং ক্রমাগত কোপাতে থাকে। এলাকাবাসীরা প্রথমে ভয় পেলেও পরে সাহস সঞ্চয় করে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
আক্রান্ত বিষ্ণু বিশ্বাস নদিয়ার ঘোড়ালিয়া বাইপাস পাড়ার বাসিন্দা। তার পরিবারের অভিযোগ, টাকা পয়সা সংক্রান্ত ভাগাভাগি নিয়ে তারই এক বন্ধুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। পরিবারের অনুমান, সেই পুরনো আর্থিক বিবাদ থেকেই এই মারণ হুমকি এবং হামলা।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত দুষ্কৃতীর খোঁজে চলছে তল্লাশি অভিযান। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ব্যক্তিগত শত্রুতা থেকেই এই আক্রমণ। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে জোরদার তৎপরতা চলছে।
এই ঘটনায় গোটা শান্তিপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনে দুপুরে জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করুক এবং এলাকায় টহলদারি আরও জোরদার করুক।