
Truth Of Bengal: আগামী মরসুমে আর্মান্দো সাদিকুকে আর দেখা যাবে না এফসি গোয়ার জার্সি গায়ে মাঠে নামতে। সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাদিকুকে ছেড়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে এফসি গোয়ার পক্ষ থেকে।
𝐂𝐥𝐮𝐛 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭:
FC Goa and Armando Sadiku have mutually agreed to part ways with immediate effect. pic.twitter.com/teLscbgb1O
— FC Goa (@FCGoaOfficial) April 14, 2025
উল্লেখ্য, আলবেনিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু ভারতীয় ফুটবলে প্রথম এসেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টে। সবুজ-মেরুন জার্সি ২ বছর কলকাতা ময়দানে কাটান তিনি। সেই সময় গোষ্ঠপাল সরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটির হয়ে বহু ম্যাচে গোল করলেও দলে নিয়মিত ছিলেন না সাদিকু। হুয়ান ফেরান্দোর আমলে দলের তালিকায় প্রথম একাদশে থাকলেও হাবাসের আমলে বেশিরভাগ সময়ে রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হয় তাঁকে।
এরপর কলকাতা ময়দানের মায়া ত্যাগ করে এফসি গোয়ায় যোগ দেন সাদিকু। কিন্তু সেখানেও মানালো মার্কুওয়েজের দলেও বেশিরভাগ সময়ই তাঁকে কাটাতে হয়েছে রিজার্ভ বেঞ্চে বসেই। সদ্য শেষ হওয়া আইএসএল-ও তাঁকে একেবারেই পাওয়া যায়নি তাঁর চেনা ছন্দে। ফলে আগামী মরসুমে তাঁকে আর দলে রাখতে চাইছেন না এফসি গোয়ার টিম ম্যানেজমেন্ট। এখন দেখার আগামী মরসুমে সাদিকু আইএসএল-এ ভারতে কোনও দলে খেলেন, নাকি বিদেশের পথে পা বাড়ান তা অবশ্য সময়ই বলবে।