গত ৩৬ ঘন্টায় কোন অশান্তি হয়নি: জাভেদ শামিম
There has been no unrest in the last 36 hours: Javed Shamim

Truth Of Bengal: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা। গত ৩৬ ঘন্টায় কোন অশান্তি ছড়ায়নি। পুলিশ কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করছে। ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে জানালেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।
গত ৩৬ ঘন্টায় কোন অশান্তি হয়নি: জাভেদ শামিম pic.twitter.com/Eg1UPQE5OY
— TOB DIGITAL (@DigitalTob) April 14, 2025
এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, উস্কানি দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কিছু জায়গায় দোকান খুলেছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু গুজব ছড়ানো এখনও চলছে।
মুর্শিদাবাদ এবং মালদার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। নানা ধরনের মিথ্যে রটনা চলছে। নতুন করে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সতর্ক রয়েছে। অশান্তিতে জড়িতরা ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাভেদ শামিম। রাজ্যের শান্তির আবহ নষ্ট করতে পরিকল্পনামাফিক অশান্তি ছড়ানো হচ্ছে। যারা এখনও ঘরছাড়া রয়েছে তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। গত ৩৬ ঘন্টায় কোনো অশান্তি হয়নি। মালদাতেও পরিস্থিতির স্বাভাবিক হয়েছে।