২ দিনেই ভোলবদল ট্রাম্পের! শুল্ক ছাড় নিয়ে বিভ্রান্তিতে আন্তর্জাতিক বাজার
Trump's reversal in 2 days! International markets in confusion over tariff exemptions

Truth Of Bengal: মাত্র দু’দিন আগেই এক ঘোষণায় স্বস্তির হাওয়া বইছিল প্রযুক্তিপণ্য বাজারে। স্মার্টফোন, কম্পিউটার, চিপস ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর উপর শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই মুখ ঘুরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, তিনি এমন কোনও ছাড়ের সিদ্ধান্ত নেননি! বরং সংবাদমাধ্যমকেই দায়ী করলেন ‘ভুয়ো খবর’ ছড়ানোর জন্য।
ট্রাম্পের দাবি, “কোনও শুল্ক ছাড় দেওয়া হয়নি। আগে যেসব পণ্যে ২০ শতাংশ শুল্ক ছিল, তা এখনও বজায় আছে। শুধুমাত্র নীতিগত কিছু পরিবর্তন হয়েছে।” ট্রাম্প আরও বলেন, “সংবাদমাধ্যম ইচ্ছা করে ভুল তথ্য দিচ্ছে, তারা সব জানে— তবুও মিথ্যে বলছে।”
আসলে শুক্রবার যে ঘোষণা হয়েছিল, তাতে বলা হয়েছিল— ইলেকট্রনিক পণ্যে আর পারস্পরিক শুল্ক চাপানো হবে না। চিনের নাম না থাকলেও বোঝা যাচ্ছিল, মূলত চিনকে লক্ষ্য করেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। কারণ, বৈদ্যুতিন পণ্য উৎপাদনে চিন এখন বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্র। তাই চিন থেকে পণ্য আনতে অতিরিক্ত শুল্ক দিলে তা আমেরিকারই ক্ষতি হতে পারে— এমনটাই বলছিলেন বিশেষজ্ঞরা।
চিনে তৈরি মার্কিন কোম্পানির পণ্য আমেরিকায় বিক্রি করতে গেলে খরচ বাড়বে, বাজারে জিনিসের ঘাটতি হবে, দাম বাড়বে— এই সব আশঙ্কার মধ্যেই এসেছিল শুল্ক ছাড়ের ঘোষণা। আর তার মধ্যেই ট্রাম্পের এই উল্টো বক্তব্যে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। একদিকে মার্কিন প্রশাসনের ঘোষণার তথ্য, অন্যদিকে প্রেসিডেন্টের স্পষ্ট অস্বীকার— দুইয়ের মাঝে দাঁড়িয়ে আন্তর্জাতিক বাজার পড়েছে চাপে। এখন প্রশ্ন উঠছে, আসল সিদ্ধান্ত কী? এবং তা আদতে কার পক্ষে যাবে— আমেরিকা না চিন?