আন্তর্জাতিক

রুশ মিসাইল হামলায় মৃত্যুপুরী সুমি, নিহত ২১, প্রশ্নের মুখে শান্তি আলোচনা

Russian missile strike hits Sumi, 21 killed, peace talks in question

Truth Of Bengal: ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। রবিবার এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন, আহত হয়েছেন আরও ৮৩ জন, যাদের মধ্যে রয়েছে ৭ শিশু। ঘটনাস্থলে মর্মান্তিক চিত্র—রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তাক্ত দেহ, আতঙ্কে ছুটছে মানুষ।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবহুল রাস্তায় হামলা চালানো হয়েছে ঠিক সেই সময়ে, যখন অনেক মানুষ বাইরে ছিলেন। মিসাইল আঘাত করেছে গাড়ি, বাড়ি ও দোকানে। ভয়ঙ্কর সব ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ আহতদের হাসপাতালে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, “রাশিয়া পরিকল্পিতভাবে সাধারণ মানুষ ও জনবহুল এলাকা লক্ষ্য করছে। এমনকি গির্জা ও হাসপাতালের মতো শান্ত স্থানও রেহাই পাচ্ছে না।”

এই ঘটনার সময়ে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট উঠে এসেছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার চেষ্টা। মাত্র দুই দিন আগেই মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে দেখা করেন, এবং ট্রাম্প নিজেও আলোচনা করেছেন শান্তির সম্ভাবনা নিয়ে। কিন্তু এই হামলার পর প্রশ্ন উঠছে—আলোচনার আড়ালে কি রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায়? শান্তির সম্ভাবনা কি ধ্বংসের শব্দে ঢাকা পড়ে যাচ্ছে?

Related Articles