IPL 2025খেলা

কথা রাখলেন হার্দিক, ব্যাট উপহার দিলেন কাশভিকে

Hardik kept his word, gifted a bat to Kashvi

Truth Of Bengal: কথা দিয়েছিলেন হার্দিক। আর সেই কথাই রাখলেন তিনি। কাশভি গৌতম গুজরাত দলের একজন মহিলা ক্রিকেটার। একজন মহিলা ক্রিকেটার। তার পাশাপাশি হার্দিক পাণ্ডিয়ার অন্ধ ভক্ত তিনি। নিজের ব্যাটে তাঁর প্রিয় ক্রিকেটার হার্দিককে শ্রদ্ধা জানানোর জন্যই লিখে রাখেন ‘এইচপি ৩৩’। মুম্বই অধিনায়ক নিজে সে কথা জানতে পারেন ইন্ডিয়ান্স ওমেন্স লিগের সময়।

এই টুর্নামেন্টের গুজরাত দলের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন হার্দিক। ঠিক সেই সময় গুজরাতের কয়েকজন হার্দিকের কাছে তাঁর অন্ধ ভক্ত কাশভির কথা বলেন। যা শুনে অভিভূত হন মুম্বই অধিনায়ক। ম্যাচ শেষে দেখা করেন কাশভির সঙ্গে। প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁকে একটি ব্যাট উপহার দেওয়ার।

রবিবার দিল্লির বিপক্ষে মাঠে নামার আগে কাশভিকে দেওয়া সেই কথাই রাখলেন মু্ম্বই অধিনায়ক। কাশভির জন্য নিজে একটি তৈরি করিয়ে তাতে স্বাক্ষর করে তা কাশভির হাতে তুলে দেন হার্দিক। হার্দিকের এই উপহারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স।

Related Articles