রাজ্যের খবর

সাতসকালে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, পুলিশের জালে পাচারকারী

Huge quantity of marijuana seized at 7am, smuggler caught by police

Truth Of Bengal: মালদা: রবিবার সাত সকালে মালদা শহরের বুকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম শুভেন্দু কুমার শাহ। বাড়ি বিহারের ভাগলপুরে।

তাকে এদিন ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের রথবাড়ি সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে। তার আপাতত হেফাজতে নেওয়া হয়েছে। পাচারকারীর কাছ  থেকে উদ্ধার হয়েচজে  ১৬ কেজি গাঁজা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত শুভেন্দু কুমার শাহ মালদা শহরের ঝলঝলিয়া এলাকার কোন এক ব্যক্তির কাছে গাঁজা কিনেছিলেন ।এরপর  ভাগলপুরে নিয়ে যাচ্ছিল।

বিশেষ সূত্রে এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ রথবাড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করে। সেই সঙ্গে এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। কাকে সেই গাঁজা দেওয়ার কথা ছিল, সেটি জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের অনুমান, এর পিছনে কোনও চক্র কাজ করছে। ইতিমধ্যেই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একথায় বলা যায়, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles