রাজ্যের খবর

নববর্ষের আগে জল সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ বৈঠক

Special meeting to keep water supply normal before noboborsho

Truth of Bengal:হাওড়া: সামনেই চৈত্রশেষে বর্ষবরণ। বাঙালির হালখাতা-নববর্ষ। এই উৎসবের মরসুমে এবং গ্রীষ্মের দাবদাহের দিনগুলিতে শহরে জল সরবরাহ স্বাভাবিক রাখতে জল সরবরাহ বিভাগের আধিকারিক ও কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল হাওড়া পুরসভায়। ওই বৈঠকের নেতৃত্ব দেন উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী।

ওই বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পদ্মপুকুরের সরবরাহকৃত পানীয় জল সকালে ভালভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলায় জলের চাপ একটু কমছে এবং সন্ধ্যেবেলায় অনেকটাই কমে যাচ্ছে। পদ্মপুকুর প্ল্যান্টে পর্যাপ্ত পরিমাণে জল থাকলেও জলের প্রেসার কমে যাচ্ছে।

এর ফলে হাওড়া শহরের বেশ কিছু জায়গায় সমস্যা হচ্ছে। যাতে এমন সমস্যা না হয় এবং গরমের সময়ে ঠিকভাবে জল সরবরাহ করা যায় সেই কারণে জলের দফতরের সমস্ত আধিকারিক এবং মেনটেনেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে ওই বিশেষ বৈঠক হয়েছে।

Related Articles