ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় খুব্ধ লাল -হলুদ শিবির
Sports Minister invited to final East Bengal angry over not informing

Truth of Bengal: শনিবার আইএসএলের ফাইনালে ম্যাচ আনুষ্ঠিত হল যুবভারতী ক্রীড়াঙ্গনে। অথচ এই ফাইনাল ম্যাচে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। যা একেবারেই মেনে নিতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার বিকালে ক্লাবের মিডিয়া রুমে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ জানান লাল হলুদ কর্তারা। তাঁরা মনে করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে এফএসডিএল এক কথায় ক্রীড়া মন্ত্রীর পদকে অসম্মান করেছেন। যা কোনওভাবেই করা উচিত নয়।
শুধু তাই নয়, এর পাশাপাশি ইস্টবেঙ্গল কর্তারা অভিযোগ করেন, চলতি বছর জাতীয় পর্যায়ে ইতিমধ্যেই তিনটি ট্রফির দু’টি ট্রফি বাংলার দুই প্রধান জয় করেছে (একমাত্র বাকি সুপার কাপ, যেটি এখনও অনুষ্ঠিত হয়নি)। লাল-হলুদ শিবিরের অভিমত, তারাও আইএসএল-র অন্যতম দল হিসাবে অংশগ্রহণ করছে।
গত বছর সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার সাফল্য দেখলে ইস্টবেঙ্গল সুপার কাপ, মোহনবাগান আইএসএল-র লিগ শিল্ড এবং মহামেডান আই লিগ চ্যাম্পিয়ন। তা সত্ত্বেও ইস্টবেঙ্গলকে ফাইনালে আমন্ত্রণ না জানানোয় এফএসডিএলের এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গল যথেষ্ট অসন্তুষ্ট বলেও জানান কর্তারা।