কলকাতা

সপ্তাহান্তে দুই বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, জানিয়েছে হাওয়া অফিস

Heavy rain warning issued for two parts of Bengal over the weekend, says Meteorological Office

Truth Of Bengal: শনি ও রবিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতায় বলে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে সকালের দিকে পরিষ্কার আকাশ থাকবে। বেলায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ উঠলে অস্বস্তি বাড়বে। তবে বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

শনিবার দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা ৯ জেলাতে। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া এই ৬ টি জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝড়-বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই তিন জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি।

Related Articles