কলকাতা

ইএম বাইপাসে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই বহু ঝুপড়ি

Fire breaks out in gas cylinder at EM Bypass

Truth of Bengal: রাতের নির্জনতাকে চিরে ফের আগুনের তাণ্ডব কলকাতায়। শুক্রবার রাত ১১টা নাগাদ ইএম বাইপাসের মেট্রোপলিটন সংলগ্ন এলাকায় হঠাৎ করে আগুন লাগে একের পর এক ঝুপড়িতে।

দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।

দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায়। পাশাপাশি, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও আগুন নেভানোর কাজে দমকলকে সহযোগিতা করে।

এই ঘটনায় প্রায় ১৫ থেকে ২০টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

Related Articles