খেলা

ফাইনালে মোহনবাগানকেই সমর্থন বাবলুর

Bablu backs Mohun Bagan in final

Truth of Bengal: মোহনবাগান শনিবার আইএসএল-র ফাইনালে যুবভারতীতে মাঠে নামবে। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। যে দলের হয়ে তাঁর জামাই মাঠে নামবেন মোহনবাগানের জালে বল জড়ানোর লক্ষ্যে। কিন্তু হলে কি হবে, জামাই নয়, মোহনবাগানের ঘরের ছেলে বাবলু শনিবারের ম্যাচে তাঁর প্রিয় দলকেই সমর্থন করবেন।

টেলিফোনে বাগানের জার্সি গায়ে দীর্ঘ ১৭ বছর খেলা, নানা ঘটনার সাক্ষি ময়দানের বাবলু বলেন, ‘মোহনবাগান আমার কাছে অনেক কিছু। বহু ঘটনা খুব কাছ থেকে দেখেছি। তার মধ্যে ট্রফি জয় তো আছেই। যেদিন থেকে ক্লাবে পা রেখেছিলাম, সেদিন থেকেই মোহনবাগানের সঙ্গে আমার ভালবাসা। শুধু তাই নয়, একটা আত্মিক সম্পর্কও বটে। কাজেই সেই ক্লাবের খেলা থাকলে আমি অবশ্যই মোহনবাগানের সাপোর্টার।’

এর পাশাপাশি আরও একটা কথা বলি, ‘এবার মোহনবাগানের খেলা আমার খুব একটা দেখার সুযোগ হয়নি। যে কটা ম্যাচ দেখেছি অল্প-বিস্তর, তাতে মনে হয়েছে, দলটাকে ভাল সেট করেছেন কোচ। অনেক ভাল মানের প্লেয়ারও আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

কিন্তু সুনীল তো আপনার জামাই! তাহলে সুনীলকে সমর্থন করবেন না? মুখের কথা শেষ হতেই ময়দানের বাবলুর স্পষ্ট জবাব, ‘সুনীল আমার জামাই। সেই সম্পর্ক বাড়িতে। মাঠে নয়। কেননা মোহনবাগান আমার কাছে সব কিছু। মোহনবাগান ছাড়া আমি আর কিছুই বুঝি না। আর কি করেই বা বুঝব! এটা সম্ভব নয়। কাজেই মাঠে আমার সমর্থন থাকবে বাগানের দিকেই। আর মাঠের বাইরে থাকবে জামাইয়ের দিকে।’

Related Articles