
Truth Of Bengal: নিউ ইয়র্ক শহরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি হেলিকপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যেই হাডসন নদীতে ভেঙে পড়ে, আর তাতেই প্রাণ হারালেন পাইলট-সহ ছয়জন। জানা গেছে, মৃতরা সবাই স্পেনের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।
স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ ম্যানহাটনের স্কাইপোর্ট থেকে উড়েছিল হেলিকপ্টারটি। নিউ জার্সির দিক ধরে যাওয়ার সময় জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে এসে সেটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কপ্টারটি হাডসন নদীর জলে তলিয়ে যায়।
BREAKING: At least three people are dead after a helicopter crashed into the Hudson River. Five people were reportedly onboard including children.
Why the fuck is this happening so much after Trump became president?
— CALL TO ACTIVISM (@CalltoActivism) April 10, 2025
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, কাউকে জীবিত পাওয়া যায়নি। দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, কপ্টারে যাত্রী হিসেবে ছিলেন গ্লোবাল টেক কোম্পানি সিমেনস-এর স্পেন শাখার সিইও অগাস্টিন এসকোবার, তাঁর স্ত্রী ও তিন সন্তান। পরিবার নিয়ে নিউ ইয়র্কে ঘুরতে এসেছিলেন এসকোবার। শহরের উপর দিয়ে হেলিকপ্টারে ঘুরে দেখার পরিকল্পনা ছিল তাঁদের, কিন্তু আনন্দ ভ্রমণ পরিণত হল মৃত্যুর যাত্রায়।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে কপ্টারটি ধীরে ধীরে জলের মধ্যে ডুবে যাচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।