কলকাতা

ফের জামিনের আবেদন, সিবিআই মামলায় জামিন পাবে কী পার্থ?

Bail application again, will bail be granted in the CBI case?

Truth Of Bengal: শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি রয়েছে। সিবিআই-এর তরফ থেকে তার বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে ভুয়ো সংস্থা স্থাপনের মতো একাধিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে।

অবশ্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী এই অভিযোগ বারবার অস্বীকার করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে আদালতে জোড়াল সাওয়াল করেছেন। তবে এর আগেও জামিনের আবেদন করলেও বিচারক তাতে সম্মতি দেননি। আবার জামিনের আবেদন করেন পার্থর আইনজীবি। সেই সব অভিযোগ সরিয়ে আজ আদৌ কি জামিন পাবেন তিনি? অবশেষে কী জেল মুক্ত হবেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী! সেদিকেই নজর রাজ্যবাসীর।

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলায় জামিনেরও আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু তারই মাঝে ২০২৪-এর শেষের দিকে তাকে গ্রেফতকার করে সিবিআই। একের পর এক শুনানি পর চলতি বছরের ২০ জানুয়ারি ইডি-র মামলায় জামিন পান তিনি। কিন্তু জেল মুক্ত না, সিবিআই মামলা এখনও চলছে।

Related Articles