খেলা

ইডেনে নাইটদের বিপক্ষে ব্যাটিং না করার ব্যাখ্যা পন্থের

Pant explains why he didn't bat against the Knights at Eden

Truth Of Bengal: মঙ্গলবার ইডেনের মাটিতে আইপিএল-র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্ট। সেই ম্যাচে পিচ ব্যাটারদের সহযোগিতা করলেও, ব্যাট করতে মাঠে নামলেন না লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু কেন ক্রিকেটের নন্দনকাননে তিনি নাইটদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করলেন না, ম্যাচ শেষে তার ব্যাখ্যাও দিলেন লখনউ অধিনায়ক।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পন্থ জানান, ‘নাইটদের দলে ভাল ভাল স্পিনার আছে, সেই কারণে আমাদের দলের ব্যাটিং লাইনআপে ডান-হাতি এবং বাঁ হাতি ব্যাটারদের ক্রিজে রাখার পরিকল্পনা করা হয়েছিল।’

আসলে লখনউ অধিনায়ক বোঝাতে চেয়েছেন মার্শ যখন আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন, তখন তাঁদের দলের হয়ে ক্রিজে অপরাজিত ছিলেন আর এক বাঁ হাতি ব্যাটার নিকোলাস পুরান। সেই কারণেই নিজে ব্যাট করতে না এসে ডান হাতি ব্যাটার সামাদকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিকে নেটিজেনরা মনে করছেন, পন্থ চলতি আইপিএল-এ রানের মধ্যে নেই। ইডেনের যে উইকেটে ম্যাচ হয়েছিল, তাতে ব্যাটাররা সুবিধা পেয়েছেন। সুতরাং পন্থ ব্যাটিং করতে নেমে যদি রান পেতেন, তাহলেই তাঁর আত্মবিশ্বাস বাড়ত।

Related Articles