রাজ্যের খবর

চাকরি হারিয়েও ছাত্র দের পাশে, পাথরপ্রতিমায় মানবিক শিক্ষকরা

Despite losing their jobs, teachers in Stone Statue stand by their students

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬,০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ার পর রাজ্যের বহু স্কুলেই সৃষ্টি হয়েছে কার্যত অচলাবস্থা। তবুও তার মাঝেও ফুটে উঠল শিক্ষকদের মানবিক ও দায়িত্ববান চিত্র। এমনই এক নজির গড়লেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

২০১৬ সালের প্যানেল অনুযায়ী নিয়োগপ্রাপ্ত এই স্কুলের ছয়জন শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যায় হাইকোর্টের নির্দেশে। এরমধ্যে ছিলেন চারজন শিক্ষক ও দুইজন শিক্ষিকা। স্কুলে তখন কার্যত দিশাহারা অবস্থা। একমাত্র দায়িত্বে থাকা শিক্ষক পার্থসারথি মিশ্র নিজেই পড়ে যান চরম সমস্যায়। পরীক্ষার সময় স্কুল চালানোই হয়ে ওঠে চ্যালেঞ্জ।

ঠিক এই সময়, চাকরি হারানোর পরদিনই শিক্ষক-শিক্ষিকারা ফিরে আসেন স্কুলে। চোখে জল, তবুও বুক ভরা দায়িত্ববোধ। স্কুলে ফিরে তারা পড়ুয়াদের পাশে দাঁড়ান। স্কুলের টিআইসি পার্থসারথি মিশ্র তাঁদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ধন্যবাদ জানান তাঁদের এই মানবিক সিদ্ধান্তের জন্য। শিক্ষক-শিক্ষিকারা কান্নাজড়িত গলায় বলেন, “ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই আমরা ফিরে এসেছি স্কুলে। আমাদের চাকরি না থাকলেও ওদের শিক্ষা থেমে থাকুক, তা চাই না।”

অন্যদিকে, স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা। তাঁদের দাবি, “যদি শিক্ষক না আসেন, স্কুল বন্ধ হয়ে যাবে। আমাদের পড়াশোনা পুরোপুরি থমকে যাবে। সরকার যেন দ্রুত শিক্ষক পাঠানোর ব্যবস্থা করে।”

স্থানীয় বাসিন্দারাও এই শিক্ষকদের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁরা বলেন, “চাকরি চলে গেলেও যেভাবে শিক্ষকরা স্কুলে ফিরে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সরকারের উচিত দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।”

এই ঘটনা রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। যেখানে চাকরি হারানোর যন্ত্রণার মাঝেও শিক্ষক-শিক্ষিকারা নিজেদের দায়িত্ব থেকে পিছিয়ে আসেননি, বরং ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে ফিরে এসেছেন স্কুলে। আশা করা হচ্ছে, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং এই সংকটের সমাধান হবে।

 

Related Articles