রাজ্যের খবর

বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি, দেহ পোড়াতে এসে বিপাকে শবযাত্রীরা

Electric furnace in a broken state, funeral processions in trouble when they come to cremate bodies

Truth Of Bengal:  বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি, দেহ পোড়াতে এসে সমস্যার সম্মুখীন শবযাত্রীরা। এমনকি দেহ ঘুরিয়ে নিয়ে চলে যেতে হচ্ছে শ্মশান থেকে। এই ঘটনা পুরাতন মালদা পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের লোলাবাগ শ্মশানের। বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার ফলে বিপাকে পড়ছেন সবযাত্রীরা।

বিগত ১৯-৩-২০২৫ থেকে বন্ধ করে রয়েছে সেই বৈদ্যুতিক চুল্লিটি। স্থানীয়দের বক্তব্য, বিগত কয়েকদিন ধরেই এই চুল্লি  খারাপ রয়েছে। দেহ পোড়াতে এসে অনেকে ঘুরে চলে যাচ্ছে পাশাপাশি যে খড়ি দিয়ে পোড়ানোর যে ব্যবস্থা রয়েছে সেটিও অপরিষ্কার। ঘাটে নামতে অনেকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে।

এদিন দেহ পোড়াতে এসে ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দেন এক শবযাত্রী। তিনি বলেন, তারা দেহ পোড়াতে এসেছেন। তবে বৈদ্যুতিক চুল্লি বিকল রয়েছে পরবর্তীতে খড়িতে পোড়ানোর ব্যবস্থা করেছেন। তারা আরও বলেন দ্রুত যাতে সমস্যার সমাধান করা হোক।

 

Related Articles