IPL 2025খেলা

ভুবিই এখন আইপিএল-এ সর্বোচ্চ উইকেটের মালিক

Bhuvi is now the highest wicket-taker in IPL

Truth Of Bengal: ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল-(এ) নয়া নজির গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের পেসার ভুবনেশ্বর কুমার। গত সোমবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের হয়েছিল আরসিবি। সেই ম্যাচে তিলক ভার্মার উইকেট ঝুলিতে পোড়ার সঙ্গে সঙ্গেই আইপিএল-র ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠে এলেন এই পেসার। পিছনে ফেলে দিলেন ডোয়েন ব্র্যাভোকে।

আইপিএল-এ সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষস্থান দখল করতে গেলে ভুবির দরকার ছিল মাত্র ১ উইকেট। ম্যাচে সেই কাজটিই ভুবি করেন প্রতিপক্ষ ব্যাটার তিলক ভার্মার উইকেটটি নিয়ে।

এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। তাঁর দখলে ছিল ১৮৩টি উইকেট। তার পরই তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। তাঁর দখলে ছিল ১৭০টি উইকেট। তালিকার চুতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। তঁর দখলে রয়েছে ১৬৫টি উইকেট। এবং সবার শেষে রয়েছেন উমেশ যাদব। তাঁর সংগ্রহ ১৪৪টি উইকেট।

Related Articles