কলকাতা

মধ্যবিত্তের জীবনে জ্বালানির ঝাঁজ, গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Fuel crisis hits middle class, CM slams Centre over gas price hike

Truth Of Bengal: দেশের সাধারণ মানুষের কাঁধে নতুন করে চড়ল জ্বালানির বোঝা। কেন্দ্রের মোদি সরকার এবার রান্নার গ্যাসের দাম বাড়াল এক ধাক্কায় ৫০ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৭৯ টাকা। একইসঙ্গে ভরতুকিযুক্ত গ্যাস, যেমন উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৫৫৩ টাকা।

এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রকে। লিখেছেন, “মোদি সরকারের বিকাশের প্রকৃত অর্থ হল সাধারণ মানুষের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া। জীবনদায়ী ওষুধ, পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস—সবই এখন সাধারণের ধরা ছোঁয়ার বাইরে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। তিনি লিখেছেন, “মধ্যবিত্তের সঞ্চয় গলিয়ে যাচ্ছে, ঋণের বোঝা বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকারের উচিত ছিল স্বস্তি দেওয়া, অথচ তারা দিচ্ছে জ্বালানির ঝাঁজ।” সোশ্যাল মিডিয়ায় পোস্টে আবার উঠে এসেছে তৃণমূলের সেই ব্যঙ্গাত্মক স্লোগান: “বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।”

কিছুদিন আগেই জীবনদায়ী বহু ওষুধের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও তিনি অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার। কিন্তু এবার পেট্রল-ডিজেল ও গ্যাসের দাম একই দিনে বাড়ানোয় আরও বেশি ক্ষুব্ধ তিনি।

রাজনৈতিক মহলের মতে, এই মূল্যবৃদ্ধি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে জনমানসে ক্ষোভ আরও বাড়িয়ে তুলতে পারে। সাধারণ মানুষ ইতিমধ্যেই বলছেন, “রোজকার খরচ চালানো দায় হয়ে উঠছে, সরকার কি আদৌ আমাদের কথা ভাবছে?”এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।

Related Articles