গোলশূন্যভাবেই শেষ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বি
Manchester derby ends goalless in Premier League

Truth Of Bengal: রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে হারতে হয়েছে ফুলহ্যামের কাছে। খেলার ফল ৩-২। ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই থেকে গিয়েছে আর্নে সল্টের দল। একই দিনে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচ।
অর্থ্যাৎ ম্যাঞ্চেস্টার সিটি বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লড়াই। যে ম্যাচ ঘিরে উন্মাদনা থাকে গোটা বিশ্ব জুড়ে। রবিবার এই ম্যাঞ্চেস্টার ডার্বি দেখতেই মাঠে উপস্থিত হয়েছিলেন প্রায় ৭৪ হাজার দর্শক। কিন্তু যার জন্য তাঁদের মাঠে আসা সেটাই অধরা রয়ে গেল। ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল ম্যাঞ্চেস্টারের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
এর আগে এই ডার্বি ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছিল আজ থেকে ঠিক ৫ বছর আগে। প্রিমিয়ার লিগের শিরোপা থেকে এখন অনেকটাই দূরে এই দুই দল। তবুও হলে কি হবে! ডার্বি ম্যাচ বলে কথা। সেই ম্যাচের গুরুত্বই আলাদা। তাই ম্যাচ জেতার জন্য দুই পক্ষই চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি। তবে প্রতিপক্ষকে সব বিভাগেই টেক্কা দিয়েছিল পেপের দল। কিন্তু হলে কি হবে, তাদের কপাল খারাপ থাকায়, ম্যাচ থেকে জেতার স্বাদ পেল না ম্যান সিটি।