বিনোদন

মাকে হারালেন জ্যাকলিন, শোকগ্রস্ত বলিউড

Bollywood mourns the loss of Jacqueline Fernandez

Truth Of Bengal: প্রয়াত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মা কিম ফার্নান্ডেজ। রবিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা। কিছুদিন আগেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর মা। তারপর থেকেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিম ফার্নান্ডেজ। মায়ের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি শুটিং ছেড়ে চলে আসতে হয়েছিল অভিনেত্রীকে। তারপর থেকে সারাক্ষণ মায়ের পাশেই ছিলেন জ্যাকলিন। জানা গিয়েছে, মৃত্যুকালে মায়ের পাশেই ছিলেন অভিনেত্রী। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন জ্যাকলিন।

জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। কিছুদিন আগেই অভিনেত্রীর মা হৃদরোগে আক্রান্ত হন। এরপর গতমাসে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাও চলছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। মাকে চিরতরে হারালেন জ্যাকলিন। আর এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়াতে বলিউড সুপারস্টার সলমন খান লীলাবতী হাসপাতালে গিয়ে দেখা করেন।

এর আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রীর মা। এর আগে ২০২২ সালেও হাসপাতালে ভর্তি হন জ্যাকলিনের মা কিম। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি করতে হয়েছিল তাঁকে। তবে আর আর ফিরে আসা হল না। উল্লেখ্য, চলতি মাসেই মুক্তি পেয়েছে জ্যাকলিনের গাওয়া প্রথম বাংলা গান ‘আমি কাফি’। নেট দুনিয়ায় গানটি ভালোই সাড়া ফেলেছে। পাশাপাশি এবছরই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ফতেহ’। ছবিতে অভিনেতা সোনু সুদের বিপরীতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

Related Articles