রাজ্যের খবর

শোভা যাত্রার মধ্যে দিয়ে রামনবমী উৎসব পালন মায়াপুর ইসকনে

ISKCON Mayapur celebrates Ram Navami festival with a procession

Truth Of Bengal: মায়াপুর ইসকনে শুরু হল রামনবমী। সুসজ্জিত রথে চড়িয়ে রাম লক্ষণ এবং সীতার মূর্তি বসিয়ে ইসকন চত্বর প্রদক্ষিণ করে ইসকন ভক্তরা। রামনবমীর সকালে অসংখ্য দেশী ও বিদেশী ভক্ত সমন্বয়ে এই রামনবমীর শোভাযাত্রায় দেখা গেল সকলকে।

একদিকে হরিনাম সংকীর্তন অন্যদিকে জয় শ্রী রামের ধ্বনীতে সকাল সকাল মুখরিত হয়ে উঠল গোটা ইস্কন চত্বর। মায়াপুর ইসকনের গরু টানা রথে রাম সীতার মূর্তিকে বসিয়ে একদিকে যেমন পুজোপাঠ চলল। অন্যদিকে শোভাযাত্রা সহকারে গোটা ইসকন চত্তর প্রদক্ষিণ করতে দেখা গেল।

আজ গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে রামনবমী উৎসব এবং শোভাযাত্রা সম্পন্ন হচ্ছে। তবে এবছর প্রথম মায়াপুর ইসকন ভক্তরা রামনবমীর শোভাযাত্রা করছে মায়াপুর ইসকন চত্বরে। শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুশি দেশি ও বিদেশি ভক্তরা।

Related Articles