রাজ্যের খবর

‘গুন্ডামি করলেই মার খাবি’, রামনবমী নিয়ে মন্তব্য কল্যাণের

'If you indulge in hooliganism, you will be beaten': Kalyan on Ram Navami

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায় হুগলিঃ  রামনবমীর সকালে অন্য ভূমিকায় দেখা গেল তৃণমূল সাংসদকে ।প্রেম মন্দির পাশে হনুমানজির পুজো করা হয় সেখানে হাজির হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে সেখান থেকে তিনি থেকে চাঁপদানির পলতা ঘাট , পঞ্চমুখী হনুমান মন্দির , জি টি রোডের একাধিক শিব মন্দির ও হনুমান মন্দিরে পুজোয় যোগদেন।  হনুমানজি কে মালা পরিয়ে ধুপ ও মোমবাতি জ্বালিয়ে আরতি করেন তিনি। এরপর পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে পুষপাঞ্জলীয় দেন সাংসদ কল্যাণ ।

এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বিজেপির সেই গুন্ডাটা কই, যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডা টা, ব্যাটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই মার খাবি। আমরা প্রত্যেক বছরই পুজে করি, গত বছরের করেছি। যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হলো আসল হিন্দু। যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায় তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, হিন্দুর নামে রাজনীতি করে। এরা হিন্দুর নামে ব্যবসা করে আর রাজনীতি করে খায়। কিন্তু আসল হিন্দুরা কখনো ভাগাভাগি করে না। ও যখন গুন্ডামি করবে তখনই দাওয়াই দেয়া হবে, ও বেশি মস্তান হয়ে গেছে।

তিনি আরো বলেন, ‘ আমি উপোস করে পুজো দিয়েছি আর ওরা সবকিছু খেয়ে দেয়ে বিকেল বেলা ভুঁড়ি বাগিয়ে হাঁটবে। ওরা হলো ঝামেলা করার জন্য আর আমরা পূজো করার জন্য। হনুমানজি ও শ্রী রামের পুজো আমিও করি। কিন্তু রাজনীতি করিনা।‘

Related Articles