রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, আন্দামানে জলোচ্ছ্বাসের সতর্কতা
Thunderstorms forecast across the state, tidal surge warning in Andaman

Truth Of Bengal: আগামী সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলতে পারে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে রবিবার থেকেই বৃষ্টি শুরু হচ্ছে, আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির প্রবনতা আরও বাড়বে। তবে রাজ্যের তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আন্দামান নিকবোর দ্বীপপুঞ্জের উপকূলে রবিবার রাতের মধ্যে জলচ্ছাসের আশঙ্কা।প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রের পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী বৃহস্পতিবার পর্যন্ত কার্যকর থাকবে। সমুদ্রে ৩৫-৪৫ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
দক্ষিণবঙ্গে রবিবার সকালে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে, বিকেলের পর ঝড়-বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিন ২৪ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদে। সপ্তাহের শুরু থেকেই ঝড়-বৃষ্টির প্রবনতা বাড়বে। সোমবার থেকে বুধবার কলকাতা সহ দক্ষিনবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার বেগ ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও হুগলীতে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গে রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড় হাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে বিশেষত সোমবার ও মঙ্গলবার, ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
কলকাতায় রবিবার সকালে আকাশ পরিস্কার, পরে আংশিক মেঘলা হতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়েছে, বাতাসে জলীয় বাস্প থাকায় অস্বস্তি বাড়বে। কাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আদ্রতা ২৭ থেকে ৯৪ শতাংশ। পরবর্তী কয়েকদিনের জন্য প্রস্তুত থাকতে হবে ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার জন্য। বিশেষত মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।