‘রাম রাজ্যে বুলডোজারের কথা ছিল না’- কেন বললেন শশী পাঁজা?
'There was no talk of bulldozers in Ram Rajya' - why did Shashi Panja say?

Truth Of Bengal: রামনবমী উপলক্ষে রাজ্যের সর্বত্রই নানা অনুষ্ঠান সকাল থেকেই শুরু হয়েছে। রবিবার রামনবমী উপলক্ষে বাগবাজার হনুমান মন্দিরে পুজো দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নিজের বিধানসভা এলাকার হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।
‘রাম রাজ্যে বুলডোজারের কথা ছিল না’- কেন বললেন শশী পাঁজা? pic.twitter.com/EkAcbJfIzJ
— TOB DIGITAL (@DigitalTob) April 6, 2025
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন নাম না করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের এই মন্ত্রী। তিনি বলেন রাম তো ছিলেন প্রজাবৎসল। তিনি তো কোনদিন অশান্তি চাননি। শান্তির রাজ্য স্থাপন করেছিলেন। ‘রাম রাজ্যে বুলডোজারের কথা ছিল না তো! উত্তরপ্রদেশের যোগী রাজ্যকে নিশানা করেছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘রাম রাজ্যে আগ্রাসন মনোভাব ছিল না’।
শশী পাঁজা বলেন, ‘ভয়ের আবহ ছড়ানো হচ্ছে বাংলায়’। ‘ঠাকুরের জন্মদিনেও অশান্তির বার্তা দিচ্ছে’। ‘ভগবানকে কোনও দিন কবজা করা যায় না’। রাজ্যের এই মন্ত্রী বলেন, ‘যারা উগ্রতা ছড়াচ্ছে তার কথা তো রামচন্দ্র বলেলনি’।