শ্রীলঙ্কার মাটিতে ভারত বিরোধী কর্মকাণ্ড নয়, নিরাপত্তা নিয়ে দৃঢ় বার্তা দিশানায়েকের
No anti-India activities on Sri Lankan soil, says Dissanayake

Truth of Bengal: শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে ভারতের নিরাপত্তা নিয়ে বড় আশ্বাস পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলম্বো সফরের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক জানিয়ে দিলেন— ভারতের নিরাপত্তা ক্ষুণ্ন হয়, এমন কিছুতেই শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে দেবেন না তিনি।
প্রেসিডেন্ট দিশানায়েকের মুখে স্পষ্ট বার্তা— “আমরা কখনোই ভারতের স্বার্থের পরিপন্থী কোনো কিছু বরদাস্ত করব না। আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের নিরাপত্তা— দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।” এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি বলেন, “ভারতের স্বার্থের প্রতি ওনার এই সংবেদনশীলতা আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি।”
#WATCH | Colombo: Sri Lankan President Anura Kumara Dissanayake says, “… I reaffirmed Sri Lanka’s stand that it will not permit its territory to be used in any manner inimical to the security of India as well as towards regional stability. I requested Prime Minister Modi’s… pic.twitter.com/wtiEOdJfrE
— ANI (@ANI) April 5, 2025
মোদির এই সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এটা তার প্রথম কলম্বো সফর অনুরা দিশানায়েক রাষ্ট্রপতি হওয়ার পর। একইসঙ্গে, শ্রীলঙ্কায় দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে প্রথম বৈঠক করছেন কোনো বিদেশি নেতা। উল্লেখযোগ্য, বছর শুরুর দিকে দিশানায়েকের প্রথম বিদেশ সফর ছিল দিল্লি।
আজ এক গর্বের মুহূর্তও ধরা পড়েছে— শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘মিত্রা বিভূষণ’ প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী মোদিকে। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করায় মোদির অবদানকে সম্মান জানাতেই এই পদক।