রাজ্যের খবর

বৃদ্ধাশ্রমে নয় বাবা-কে গুরু হিসাবে মান্যতা দিন, সমাজকে দেওয়া হল বিশেষ বার্তা

Treat your father as a guru, not in old age homes: Special message given to society

Truth Of Bengal: বর্তমান সময়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বিলাসিতা ভাবে দিন যাপন করছে ছেলে মেয়েরা। তাতে বৃদ্ধ বয়সে কার্যত একা হয়ে পড়েন বাবা- মা।  তাই তাদেরকে  মর্যাদা বাড়ানো লক্ষ্যে মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বাসন্তী পুজোয় আয়োজন করল  ” মাতৃ পুজন”। এই  অনুষ্ঠানে এলাকার ১০০ মাকে মাতৃ রুপে পুজা করেন তাদের ছেলে মেয়েরা।

প্রায় ২-৩ মাস আগে থেকেই শুরু হয়ে গেছে এই উৎসবের প্রস্তুতি পর্ব। ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল শাখার বর্তমান সম্পাদক তথা প্রধান কর্মকর্তা  ব্রহ্মচারী গৌতম মহারাজের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিকল্পনায় এবছর এক অভিনব ও অনন্য সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহাসপ্তমীর প্রাতে।  আশ্রমের বিভিন্ন শাখা থেকে পূজনীয় সন্ন্যাসীবৃন্দ ও একনিষ্ঠ সেবকগন এখানে এসে উপস্থিত হয়েছেন উৎসবের আয়োজনার্থে। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী তথা আপামর জনসাধারণের উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এই আশ্রম প্রাঙ্গনে। আগত ভক্তমন্ডলী ও পুণ্যার্থীদের ভোগ প্রসাদ গ্রহনের ব্যবস্থা করেন আশ্রম কর্তৃপক্ষ। একথায় বলা যায়, এই অনুষ্ঠানে থাকে এলাহি আয়োজন।

উৎসব চলাকালীন আশ্রম প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে আট থেকে আশির মধুর কলতানে। এই উৎসবের একটি বিশেষ আকর্ষন হল ‘অন্নকূট ভোগ’। মহাষ্টমীতে দেবীমাকে ১০৮ রকম ভোগ নিবেদন করা হয়- যার সবই আশ্রম প্রাঙ্কনেই তৈরী করেন ভক্তিমতী মায়েরা।

 

 

Related Articles