কলকাতা

সল্টলেকে ভয়াবহ পথ দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ১

Terrible road accident in Salt Lake! Reckless speed sacrifice 1

Truth of Bengal: শহরে আবারও বেপরোয়া বাসের গতি কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল রজনী মাহাতো নামে ২৫ বছরের এক তথ্যপ্রযুক্তি কর্মীর। সল্টলেকের ওয়েবেল মোড়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রজনী মাহাতো ধাপা মাঠপুকুরও এলাকার বাসিন্দা ছিলেন। একটি বেসরকারি অ্যাপ সংস্থায় কর্মরত ছিলেন তিনি। এদিন সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি-বারাসাত রুটের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রজনীকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বাসের পিছনের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন রজনী।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা এলাকা রক্তে ভেসে যায়, এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles