দেশ

নয়ডায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

Man arrested for killing wife with hammer in Noida

Truth of Bengal: নয়ডার সেক্টর ১৫-এ শুক্রবার এক নির্মম ঘটনা ঘটেছে। ৫৫ বছর বয়সী নুরুল্লাহ হায়দার তার স্ত্রী আসমা (৪২) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ। আসমা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন এবং নয়ডায় একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। হায়দার ছিলেন বেকার।

নয়ডা পুলিশের উপকমিশনার রাম বদন সিং জানান, “ফেজ-১ থানা পুলিশ আজ সকালে খবর পেয়েছে যে এক ব্যক্তি তার স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা করেছেন।”

পুলিশ জানিয়েছে, হায়দার তার স্ত্রীর মাথায় একাধিকবার হাতুড়ি দিয়ে আঘাত করেন। ঘটনার সময় তাদের ছেলে বাড়িতেই ছিলেন এবং তিনিই পুলিশকে ফোন করে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হায়দারকে আটক করে। ফেজ-১ থানার ইনচার্জ অমিত কুমার বলেন, “জিজ্ঞাসাবাদে হায়দার জানিয়েছে, সে মনে করত তার স্ত্রী কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই সন্দেহ থেকেই সে এই কাজ করেছে।”

এই দম্পতির একটি কন্যাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আসমার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এদিকে অন্য একটি ঘটনায়, এনকাউন্টারে দুই মোবাইল চোর গ্রেপ্তার। নয়ডায় বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দুই মোবাইল ফোন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের একজন এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের নাম নিলেশ চৌহান ও আদিত্য কুমার। নিলেশ ফর্রুখাবাদের বাসিন্দা হলেও বর্তমানে নয়ডায় থাকছিলেন এবং আদিত্য আলিগড়ের বাসিন্দা, এখন বেহলোলপুরে থাকতেন।

তাদের কাছ থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া মোবাইল, একটি দেশি তৈরি পিস্তল, কয়েকটি গুলি এবং নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

Related Articles