যোগ্যও বঞ্চিতদের পাশে থাকার চেষ্টা করবে রাজ্য সরকারঃ ব্রাত্য
State government will try to stand by the deserving as well as the deprived: Bratya

Truth of Bengal: সুপ্রিমকোর্টের নির্দেশে এসএসসির ২৬ হাজার কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিসন বেঞ্চের নির্দেশে চাকরি হারিয়েছেন বাংলার কর্মরত মানুষেরা। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করে,চাকরিহারা মানুষেরা যাবেন কোথায় ? তাঁদের সংসার চলবে কিভাবে ? শিক্ষক হিসেবে সম্মান মেলার পর এবার তাঁরা কিভাবে জীবন কাটাবেন ? অনিশ্চয়তার গভীরে চলে যাওয়া সেইসব চাকরি প্রার্থীদের পাশে থাকার কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবিষয়ে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেন। মুখ্যমন্ত্রীর মানবিক আশ্বাস, যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের পাশে থাকার চেষ্টা করবে প্রশাসন। মুখ্যমন্ত্রীর সুরেই এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বার্তার গলায়।
এই অবস্থায় এসএসসি আইনি পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপের দিকে এগোচ্ছে। চাকরিহারাদের মধ্যে যাঁরা এর আগে অন্য কোনও সরকারি চাকরি করতেন, তাঁদের তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বের পদে ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘অন্য চাকরি থেকে কেউ শিক্ষকতায় এসে থাকলে, সেই তথ্য আমাদের কাছে আছে কি না, দেখতে হবে। যিনি চাকরিরত, এটা তাঁর পক্ষে জানা সম্ভব। তিনিই পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করা যেতে পারে।’’
এই অবস্থায় এসএসসি আইনি পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপের দিকে এগোচ্ছে। চাকরিহারাদের মধ্যে যাঁরা এর আগে অন্য কোনও সরকারি চাকরি করতেন, তাঁদের তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বের পদে ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘অন্য চাকরি থেকে কেউ শিক্ষকতায় এসে থাকলে, সেই তথ্য আমাদের কাছে আছে কি না, দেখতে হবে। যিনি চাকরিরত, এটা তাঁর পক্ষে জানা সম্ভব। তিনিই পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করা যেতে পারে।’’