রাজ্যের খবর

পুরনো পাঠ্যক্রমে অকৃতকার্য হলেও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার সুযোগ, উচ্চ মাধ্যমিকে নয়া নিয়ম

Semester system exam allowed even if students fail in old syllabus, new rules for higher secondary

Truth Of Bengal: উচ্চ মাধ্যমিক পরীক্ষার বড়সড় রদবদল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরনো পাঠক্রমে অকৃতকার্য হলেও সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়ারা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে । এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়াও কোনও পরীক্ষার্থী টেস্ট পরীক্ষা পাশ না করলেও তারা চাইলে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসার সুযোগ পাবে। এর পাশাপাশি পুরনো পদ্ধতিতেও পরীক্ষা দেওয়ার রাস্তা খোলা থাকবে অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছে। ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে এর জন্য আবেদন জানাতে পারবে পড়ুয়ারা।

 

শিক্ষা সংসদে নির্দেশিকা অনুযায়ী, ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের থেকে চালু হচ্ছে নয়া এই ব্যবস্থা। ওই ছাত্রছাত্রীরাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেমেস্টার ব্যবস্থায় দেবেন উচ্চমাধ্যমিক। অর্থাৎ বছরে একটা পরীক্ষা নয়, এবার থেকে ৬ মাস অন্তর হবে ২টি পরীক্ষা।  দুটি সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত রেজাল্ট তৈরি হবে পড়ুয়াদের। আর এবার সেই সেমিস্টারে মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন পুরনো পাঠক্রমে অকৃতকার্য পড়ুয়ারা।

 

Related Articles