‘অভিযান বন্ধ করুন’, কেন্দ্রকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব মাওবাদীদের
'Stop operations': Maoists urge Centre to hold peace talks

Truth Of Bengal: মাওবাদী সংগঠন দীর্ঘ ১৫ মাসের লাগাতার অভিযানে বিপর্যস্ত। নিরাপত্তা বাহিনীর ক্রমাগত চাপে গত এক বছরে সংগঠনটি ৪০০-এরও বেশি সদস্য হারিয়েছে। এই পরিস্থিতিতে এবার সরকারকে অভিযান বন্ধের অনুরোধ জানিয়ে শান্তি আলোচনার প্রস্তাব দিল মাওবাদীরা।
মাওবাদীদের সেন্ট্রাল কমিটির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি।” একই সঙ্গে, কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতেও তারা প্রস্তুত। আগামী ৫ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বস্তার সফরে আসছেন, তার আগেই মাওবাদী নেতা অভয় শান্তির উদ্দেশ্যে এই বার্তা দিলেন।
অভয়ের প্রকাশিত তেলেগু ভাষার বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ মার্চ হায়দরাবাদে মাওবাদীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের বেশিরভাগ সদস্য সরকারের সঙ্গে নির্ধারিত শর্ত ছাড়াই আলোচনায় বসার পক্ষে মত দেন।
তবে এর আগে, ২০২১ সালেও মাওবাদীরা শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেবার সরকার তাদের শর্ত মেনে নেয়নি। ২০২৪ সালে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮৭ জন মাওবাদী নিহত হয়েছে এবং আত্মসমর্পণ করেছে ৮৩৭ জন। চলতি বছরেও মাত্র তিন মাসের মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১০ জন শুধুমাত্র বস্তার রেঞ্জে নিহত হয়েছেন।
বর্তমানে ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাওবিরোধী অভিযান আরও তীব্র হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছেন।
মাওবাদীরা দাবি করেছে, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানায় চলমান অভিযান বন্ধ করা হোক এবং নতুন নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন বন্ধ করা হোক।
এখন দেখার বিষয়, কেন্দ্র ও রাজ্য সরকার মাওবাদীদের এই শান্তি আলোচনার প্রস্তাবে কী প্রতিক্রিয়া জানায় এবং ভবিষ্যতে মাওবাদী দমন নীতিতে কোনো পরিবর্তন আসে কি না।