দেশ

বাড়ছে প্রভিডেন্ট ফান্ডের অগ্রিম তোলার সীমা, উপকৃত হবেন কোটি কোটি সদস্য

Provident Fund advance withdrawal limit hiked, crores of members to benefit

Truth Of Bengal: কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর আনতে চলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এর সদস্যরা এখন থেকে অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। বর্তমান সীমা ১ লক্ষ টাকা থেকে বেড়ে ৫ লক্ষ টাকা করা হচ্ছে।

সূত্রের খবর, সম্প্রতি শ্রীনগরে অনুষ্ঠিত ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা এবং ইপিএফও-র কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি এই বৈঠকে উপস্থিত ছিলেন। এখন শুধুমাত্র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি)-এর অনুমোদন পেলেই এই নতুন সীমা কার্যকর হবে।

অটো সেটলমেন্ট প্রকল্পটি প্রথম চালু হয় ২০২০ সালে, যখন অসুস্থতা ও চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত তোলার অনুমতি দেওয়া হয়েছিল। ২০২৪ সালে এই সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয় এবং এবার তা ৫ লক্ষ টাকায় উন্নীত হতে চলেছে।

ইপিএফও সদস্যরা শুধুমাত্র অসুস্থতার জন্যই নয়, শিক্ষা, বিয়ে এবং ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্যও অগ্রিম টাকা তুলতে পারেন। অটোমেটিক-মোড ক্লেম ব্যবস্থার মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যে টাকা অনুমোদিত হয়।

নতুন নীতির ফলে ইপিএফও-র ৭.৫ কোটি সদস্য আরও বেশি সুবিধা পাবেন এবং জরুরি প্রয়োজনে দ্রুত আর্থিক সহায়তা পাবেন।

Related Articles