বিপর্যস্ত মায়ানমারের পাশে বাংলাদেশ, উদ্ধারকারী দল পাঠাতে প্রস্তুত ইউনুস সরকার
Bangladesh stands by disaster-stricken Myanmar, Yunus Sarkar ready to send rescue team

Truth Of Bengal: বিপর্যস্ত মায়ানমারের পাশে দাঁড়াল বাংলাদেশ। মায়ানমারে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইউনুস সরকার। পাঠানো হয়েছে ওষুধ, জল থেকে শুরু করে চিকিৎসার বিভিন্ন সামগ্রী। সঙ্গে উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিম পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গা ইস্যুতে সম্পর্ক ভালো না থাকলেও এই পরিস্থিতিতে মানবিক ছবি ধরা পড়লো বলাই যায়।
বিপর্যস্ত মায়ানমারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ইউনুস সরকার। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকাজের জন্য ২০ জন সদস্যের একটি দল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের ১০ সদস্যের একটি দল। প্রয়োজন সাপেক্ষে মায়ানমারে ওই টিম পাঠানো হবে।
উল্লেখ্য, শুক্রবার পরপর দু’বার জোরালো ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী দেশ মায়ানমারে। প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। ১২ :০২ নাগাদ অনুভূত হয় দ্বিতীয় কম্পন। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বর্মার ১২ কিলোমিটার উত্তরে। আর দ্বিতীয় কম্পনটির উৎপত্তিস্থল মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। কম্পনের জেরে প্রতিবেশী দেশ থাইল্যান্ড, ভারত, বাংলাদেশেও অনুভূত হয়। বেশি ক্ষয়ক্ষতি হয় মায়ানমার এবং থাইল্যান্ডে। বিলাসবহুল ভবন নিমেষে ধূলিস্যাৎ হয়ে যায়। রাস্তায় ফাটল দেখা যায়। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। আহত বহু। খাবার, জল এবং বাসস্থান সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দেশ। পাশে দাঁড়িয়েছে ভারত, বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলি।