খেলা

নাইট ম্যাচের আগেই খুশির খবর মুম্বই দলে, বোলিং শুরু বুমরার

Good news for Mumbai team ahead of night match, Bumrah starts bowling

Truth Of Bengal: সোমবার নিজেদের ঘরের মাঠে আইপিএল-র গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। পর পর দুই ম্যাচ হেরে এমনিতেই বেশ চাপে রয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল। কাজেই নাইটদের বিপক্ষে তৃতীয় ম্যাচে তাদের জিততেই হবে। না হলে আরও পিছিয়ে পড়বেন হার্দিক-রোহিতরা। কিন্তু তার আগেই মুম্বই শিবিরে এল খুশির খবর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং শুরু করলেন পেসার যশপ্রীত বুমরা। তবে নাইটদের বিপক্ষে তাঁর মাঠে নামার কোনও সম্ভাবনাই নেই।

উল্লেখ্য, বুমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার সময়ই শেষ টেস্টে চোট পেয়েছিলেন। তারপর থেকেই মাঠের বাইরে ভারতীয় পেসার। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁকে ছাড়াই খেলতে হয়েছে ভারতকে। বুমরা তাঁর দলের হয়ে খেলতে পারে আইপিএল-র প্রথম দুটি ম্যাচও। মনে করা হচ্ছে আরও বেশ কয়েকটি ম্যাচে বুমরাকে ছাড়াই নামতে হবে মুম্বইকে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, কালো রংয়ের টি-শার্ট এবং নীল রংয়ের জিনসের প্যান্ট পরে বোলিং করতে দেখা যাচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, এনসিএ-র ছাড়পত্র পেলেই আইপিএল-এ বোলিং শুরু করবেন বুমরা। তবে সেটা কবে পাওয়া যাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Related Articles