এবার জুটিতে শাকিব-নুসরত, প্রকাশ্যে টিজার
Shakib and Nusrat are paired together this time, teaser released

Truth Of Bengal: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তবে শাকিবের জনপ্রিয়তা ওপার বাংলা পেরিয়ে রয়েছে এপার বাংলাতেও। ইতিমধ্যেই টলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে কাজ করে ফেলেছেন অভিনেতা। ফের এবার টলিউড অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন শাকিব। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাকিব খানের পরবর্তী ছবি ‘বরবাদ’র আইটেম গান ‘চাঁদমামা’র টিজার। এই আইটেম গানে টলিউড অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে রোম্যান্টিক ড্যান্স মুভে দেখা গেল শাকিবকে।
View this post on Instagram
মঙ্গলবার প্রকাশ্যে আনা হয় ‘চাঁদমামা’র টিজার। ২৮ মার্চ রয়েছে বাংলাদেশের ভাইজান শাকিব খানের জন্মদিন ওইদিনই প্রকাশ্যে আসবে আইটেম গান ‘চাঁদমামা’। মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমাটি হতে চলেছে অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার। এই ছবিতেই শাকিবের বিপরীতে নুসরত জাহানের আইটেম ডান্স ইতিমধ্যেই বেশ নজর কেড়েছে সকলের। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ছবির শুটিং হয়েছে মুম্বইতে।
উল্লেখ্য, শাকিবের সঙ্গে এটা টলিউড অভিনেত্রীর দ্বিতীয় কাজ। এর আগেও ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তাঁরা। তখনও শাকিব-নুসরত জুটিকে পছন্দ করেছিলেন দুই বাংলার দর্শকরা। তবে এবার শুধু আইটেম ডান্সের জন্য জুটি বেঁধে দর্শকদের কি উপহার দেন নায়ক নায়িকা সেটাই দেখার। ২৮ মার্চ শাকিবের জন্মদিনে মুক্তি কবে পুরো গানটি।